(১) মেহরোত্রা কমিশনের রিপোর্ট প্রকাশ, শহিদের স্বীকৃতির নিদর্শন স্বরূপ 'ভাষা শহিদ স্টেশন - শিলচর' নামাকরণ (২) রঙনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী (ক) মাতৃভাষায় পঠন-পাঠনের ব্যবস্থা করা, (খ) কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সব প্রতিষ্ঠানে যথাক্রমে দেশ ও রাজ্যের সংখ্যালঘু ও অন্যান্য জনগোষ্ঠীর জনসংখ্যা অনুপাতে সংরক্ষণের ব্যবস্থা করা (গ) মুসলিম মৎস্যজীবীদের তপসিলিকরণের দাবির বাস্তবায়ন। (৩) দেশের অন্যান্য প্রান্তের মত আসামের ঝাড়খণ্ডী-আদিবাসীদের তপসিলি জাতি/জনজাতির স্বীকৃতি প্রদান (৪) ভোজপুরী ভাষাকে অস্টম তপসিলিভুক্ত করা ও এই ভাষায় আসাম তথা বরাক উপত্যকায় পঠন-পাঠনের ব্যবস্থা করা ইত্যাদি দাবিতে ভাষিক-ধর্মীয় সংখ্যালঘু গনতান্ত্রিক সংগ্রামী মঞ্চ ও মজুরি শ্রমিক ইউনিয়ন ১৯শে মে ভাষা শহিদ দিবসে মিছিল করে গান্ধীবাগে যায় ও শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করে।
0 comments:
Post a Comment