

এতে "সমাজবাদের ভবিষ্যত' শিরোনামে রয়েছে মার্ক্সবাদী তাত্ত্বিক ভাস্কর নন্দীর একটি লেখা, "রোহিঙ্গা সমস্যা এবং বর্তমান অবস্থা' লিখেছেন সিদ্ধার্থ দত্ত, "নাগরিকত্ব সংশোধনী বিল--২০১৭' শিরোনামে লিখেছেন তানিয়া লস্কর, সুশান্ত করের অনুবাদে বেরোচ্ছে দিগন্ত শর্মার ধারাবাহিক "১৯৮৩র অসম---নিপীড়িত বাঙালি হিন্দু' । এ ছাড়াও রয়েছে নিয়মিত কিছু সংগ্রাম সংবাদ প্রতিদেবন।
হয়তো, আপনার এটি পড়তে ফ্লাসপ্লেয়ার দরকার পড়তেও পারে। নামিয়ে নিন এখান থেকে। মোবাইলে পড়বার জন্যে স্ক্রাইবড এপ দরকার পড়তে পারে। পিডিএফে পড়তে পারবেন না, তাদের জন্যে ছবিতেও রইল। দুবার ক্লিক করুন। ছবি বড় হয়ে যাবে, পড়তে পারবেন।
অরুণোদয়:সেপ্টেম্বর-অক্টোবর ২০১৭ সংখ্যা by Sushanta Kar on Scribd
0 comments:
Post a Comment